প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ১৮:৪৪
সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে ভেনিস প্রবাসী বাংলাদেশিরা
ইতালিতে সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে ভেনিস প্রবাসী বাংলাদেশিরা ১১ লাখ টাকা সহায়তা দিচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারদেরকে। এ ব্যাপারে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে ইতালির ভেনিস শহরের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীগণ তথা ভেনিস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আর্থিক সাহায্যের উদ্যোগ নেয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ! আপনাদের সকলের সহযোগিতায় আমাদের পক্ষ থেকে আমরা তা যথাসাধ্য ভাবে সফল করার চেষ্টা করেছি। তিনি বলেন, সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে আমাদের বিভিন্ন গ্রুপের করা কালেকশনের মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আজকের হিসেব অনুযায়ী সর্বমোট € ১০৮৫৭,৭১ (দশ হাজার আটশত সাতান্ন ইউরো একাত্তর সেন্ট) অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। বাংলা টাকায় সমপরিমাণ প্রায় ১১ লাখ টাকা। ৩ জুলাই রোববার বাদ মাগরিব বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত সকলের আলোচনা ও মতামত সাপেক্ষে ভেনিস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে উওোলন করা অর্থ সহযোগিতার উদ্দেশ্যে যতটা দ্রুত সম্ভব পাঠানো হবে। এক আলোচনায় সর্বসম্মতিক্রমে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পাঁচ হাজার টাকা করে সহায়তার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তিনি আরও বলেন,বাংলাদেশের এই দূর্যোগপূর্ন মুহুর্তে সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে ভেনিস প্রবাসী বাংলাদেশিরা পাশে থেকে আবারো মানবতার এক উজ্জল দৃষ্টান্ত প্রমান করলেন। মানবতার এই বন্ধনে আমরা ভেনিস প্রবাসী বাংলাদেশিরা একএিত হয়ে যেনো বাংলাদেশ তথা পুরো পৃথিবীর মানবজাতির কল্যানে নিজেদের ব্রত রাখতে পারি এই হোক আমাদের আগামীর অঙ্গীকার। তিনি এই সহায়তায় এগিয়ে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।