শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১৯:২৪

মালয়েশিয়া থেকে বিশেষ ক্ষমতায় দেশে ফিরলেন দণ্ডপ্রাপ্ত তিন বাংলাদেশী

শাহাদাত হোসেন
মালয়েশিয়া থেকে বিশেষ ক্ষমতায় দেশে ফিরলেন দণ্ডপ্রাপ্ত তিন বাংলাদেশী

মালয়েশিয়া বিভিন্ন অপরাধে দীর্ঘদিন কারাভোগ করা তিন বাংলাদেশী মালয়েশিয়া রাজার বিশেষ ক্ষমতা বলে দণ্ড মওকুফ পাওয়া তিন বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। বুধবার (২২ জুন) রাতে একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে। দণ্ড মওকুফ পাওয়া তিন বাংলাদেশি হলেন খলিল মিয়া, অর্ণব রাসেল ও নুরুল ইসলাম।

জানা গেছে, বিভিন্ন অপরাধে আটক এসব বাংলাদেশি বেশ কয়েক বছর ধরে কারাভোগ করে আসছিলেন। এরপর দণ্ড মওকুফ চেয়ে ওই তিন বাংলাদেশি মালয়েশিয়ার রাজার কাছে আবেদন করলে তা গৃহীত হয় এবং তাদেরকে দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা গ্রহণে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

এদিকে মওকুফ পাওয়া দুজনের বাংলাদেশের ঠিকানা খুঁজে পেতে ব্যাপক বেগ পেতে হয়েছে কুয়ালালাম্পুরস্থ বাংলাদেশ হাইকমিশনকে। পরিবারের অসচ্ছলতার কারণে তাদের দেশে ফেরত পাঠাতে বিমান টিকিটের ব্যবস্থাও করতে হয়েছে খোদ হাইকমিশনকে।

ওই ব্যক্তিদের এলাকার জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিকিটের ব্যবস্থা করেন এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় তাদেরকে রাতেই দেশে ফেরত পাঠানো হয়। এদিকে মালয়েশিয়ার রাজার মহানুভবতায় তিন বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ মালয়েশিয়া বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ বাকিদের কেউ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করছে দূতাবাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়