প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১০:০০
সৌদি আরবের মিনা আরাফা ক্যাম্পসহ পবিত্র হজের প্রস্তুতি পরিদর্শনে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) পবিত্র হজের শেষ পর্যায়ের প্রস্তুতি দেখার জন্য আরাফা ময়দান ও মিনায় অবস্থিত হজ ক্যাম্প পরিদর্শন করেছেন। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি পবিত্র হজে অংশ নিচ্ছেন। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেটের কনসাল জেনারেল, হজ কাউন্সেলরসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মিনায় হজ বিষয়ে দক্ষিন এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কমিটি প্রধান মোহাম্মদ আহমাদ হাফেজের সাথে হজ প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।
|আরো খবর
এছাড়া রাষ্ট্রদূত মক্কায় হজ অফিসে দায়িত্ত্বপ্রাপ্তদের নিয়ে মতবিনিময় করেন ও দিক নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ থেকে আগত হাজিদের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।