শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুন ২০২২, ১৬:২৫

ইতালিতে বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

ইতালি প্রতিনিধি
ইতালিতে বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

ইতালিতে বাংলাদেশি এক ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় রোমের অদূরে ফিনোক্কিও নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল পাঁচটায় তিন জনের একটি দল মানিট্রান্সফার ও মোবাইল বিক্রির প্রতিষ্ঠানে হঠাৎ প্রবেশ করে নগদ ও গচ্ছিতসহ কয়েক হাজার ইউরো  নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় প্রতিষ্ঠানের মালিক অ্যাড.আনিচুজ্জামান আনিচের ভাগিনা আসাদুজ্জামান দোকানে ছিলেন। ছিনতাইকারীদল দোকানে প্রবেশ করার সাথে সাথে ভয়ে সে ভিতরে নিরাপদে আরেকটি জায়গায় অবস্থান নেয়। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর সে বেড়িয়ে আসে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক অ্যাড,আনিচুজ্জামান আনিচ বলেন,ঘটনার সময় সে আরেকটি দোকানে ছিলেন। পরে পুলিশ ডাকা হলে তাৎক্ষণিক কয়েক গাড়ি পুলিশ চলে আসে। পুলিশ দোকানে ঢুকে ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে একই সঙ্গে এলাকায় তল্লাশি করে। এ ঘটনায় জরিতদের পুলিশ যতদ্রুত সম্ভব আইনের আওতায় আনবে বলে আনিচ জানান। প্রশাসনের এমন ভুমিকা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন,আশাবাদী দ্রুত এ ঘটানার তদন্ত শেষ হবে। অপরাধীরাও ধরা পড়বে। তিনি আরও বলেন,ঘটনার দিন ডাকাতরা ২ রাউন্ড গুলি ছুড়ে এবং দোকান থেকে প্রায় ২১ হাজার ইউরো বাংলায় সমপরিমাণ ২১ লাখ টাকার মত নিয়ে গেছে। এরমধ্যে নগদ নয় ও গচ্ছিত ১২ হাজার ইউরো। এত টাকা দোকানে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ঘটনার এক ঘন্টা আগে ইউরোগুলো পোষ্ট অফিস বা ব্যাংককে জমা দেওয়ার কথা ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়