প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১২:১৫
সৌদির আল হাসায় কয়েকশ বাংলাদেশীকে দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান
১৭ জুলাই ২০২১ সৌদি আরবের আল হাসা শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান গতকাল শুরু হয়েছে। প্রচন্ড গরম উপেক্ষা করে বাংলাদেশি অভিবাসীরা কনস্যূলার সেবা গ্রহণ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। রিয়াদ থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে করোনাভাইরাস প্রতিরোধ সৌদি সরকারের নির্দেশিত বিধিনিষেধ মেনে কয়েকশত বাংলাদেশী অভিবাসীকে কনস্যূলার সেবা প্রদান করা হয়।
|আরো খবর
দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয়। সোনালী ব্যাংক প্রতিনিধি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন।
এ এলাকায় সহস্রাধিক বাংলাদেশী বসবাস করে, এখানে প্রবাসী বাংলাদেশীরা ব্যবসা, কৃষি কাজ, পোলট্রি ফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। আল হাসা বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ জন বাংলাদেশি শিক্ষক কর্মরত রয়েছেন।
সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান করা হয়। স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন ও করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়। বাংলাদেশি অভিবাসীদের বৈধভাবে সৌদি আরবে ব্যবসা করার পরামর্শ দেয়া হয়। এছাড়া ও বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
কনস্যূলার সেবা প্রদান করেন দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ, শ্রম উইং কাউন্সেলর মোঃ আসাদুজ্জামান, প্রথম সচিব (প্রস) মোহাম্মদ ফখরুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান। এছাড়া বিভিন্ন শাখার দূতাবাসের স্টাফগন কনস্যূলার সেবা প্রদান কাজে সহায়তা করেন। কনস্যৃলার সেবা শনিবার (১৮ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে। এ এলাকায় বসবাসরত বাংলাদেশী অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে অভিবাসীদের জরুরী বিভিন্ন সেবা প্রদানের জন্য একটি প্রবাসী সেবা কেন্দ্র ও কাজ করছে। সেবা কেন্দ্র থেকে প্রবাসীরা সপ্তাহের যেকোন দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা গ্রহণ করতে পারেন।