প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০
মেঘনার অবৈধ বালু কাটা বন্ধে শহরের টিলাবাড়িতে এলাকাবাসীর মানববন্ধন
"অবৈধ বালু কাটা বন্ধ করো, চাঁদপুরকে রক্ষা করো" দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর শহর রক্ষা বাঁধের ভাঙ্গন স্থান টিলাবাড়ি এলাকার সর্বস্তরের মানুষ।
|আরো খবর
৫ জানুয়ারি বিকালে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় তারা বলেন, কোড়ালিয়া চর, রাজরাজেশ্বর চর এলাকায় বছরের পর বছর মেঘনা নদী থেকে অপরিকল্পিত এবং অবৈধভাবে একটি চক্র বালু উত্তোলন করার কারণে চাঁদপুর শহর রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এই অবৈধ বালু কাটায় চাঁদপুর মাদ্রাসা লঞ্চঘাট সংলগ্ন টিলাবাড়ি যমুনা রোড এলাকার শহর রক্ষাবাঁধে ধস নেমেছে।
অবিলম্বে মেঘনা নদীর বালু কাটা বন্ধের জোর দাবি জানান তারা।