প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০১:২১
নতুন আশা নিয়ে শুরু ২০২২ সাল
আজ পহেলা জানুয়ারি। ইংরেজি নববর্ষের প্রথম দিন। ২০২১ বিদায় নিয়ে ২০২২ সাল আমাদের সামনে হাজির হয়েছে। প্রত্যাশা ও প্রাপ্তির যোগ বিয়োগের সমীকরণে ২০২১ সাল সবার কাছে ছিল যন্ত্রণাদায়ক বছর। মহামারি আমাদেরকে শিখিয়েছে পৃথিবীর বিচিত্র সব অভিজ্ঞতা।
|আরো খবর
গেল বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ পহেলা জানুয়ারি বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করবে ২০২২ সালকে।
করোনাভাইরাস মহামারির ছায়াতেই বিশ্বজুড়ে এবারও কোটি কোটি মানুষ নতুন বছরকে স্বাগত জানাবে।নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। স্বভাবতই নতুন বছর নিয়ে এবারও মানুষের প্রত্যাশা একটি করোনা মুক্ত বিশ্ব। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই নতুন ইংরেজি বছরে সবার প্রত্যাশা। ‘খ্রিষ্টীয় নববর্ষ-২০২২’ উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।