প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : প্রবাসীদের ভাবনা-৬৭
বাংলাদেশ রাজনৈতিক সম্প্রীতির দিক থেকে অনেক পিছিয়েছে :মোঃ সোহরাব হোসেন লিটন
মোঃ সোহরাব হোসেন লিটন ফরিদগঞ্জ উপজেলার সন্তান। তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের রিয়াদে নিজস্ব ট্রাভেল ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি আরটিভির রিয়াদ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হন। সাক্ষাৎকার নেন জাহাঙ্গীর আলম হৃদয়।
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
মোঃ সোহরাব হোসেন লিটন : দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে আছি। নিজস্ব ট্রাভেল ব্যবসার পাশাপাশি আরটিভির রিয়াদ প্রতিনিধির দায়িত্ব পালন করছি।
চাঁদপুর কণ্ঠ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?
মোঃ সোহরাব হোসেন লিটন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের স্বার্থকে ধরে রেখেই দেশের জন্যে কাজ করতে হবে। কেননা এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতিণ্ডঅগ্রগতি কতোটুকু হয়েছে?
মোঃ সোহরাব হোসেন লিটন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে ঠাঁই করে নিয়েছে। তবে রাজনৈতিক সম্প্রীতির দিক থেকে অনেক পিছিয়েছে। একসময় প্রতিটি রাজনৈতিক নেতা এবং কর্মীদের মাঝে যে শ্রদ্ধাবোধ ছিলো আজ তা নেই। দেশের উন্নতিণ্ডঅগ্রগতি শতভাগ বাস্তবায়ন করতে হলে দেশের প্রতিটি রাজনৈতিক দল, সাধারণ মানুষের মধ্যে আন্তরিকতা বাড়াতে হবে, একে অন্যকে মূল্যায়ন করতে হবে।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্টণ্ডবেদনাণ্ডঅতৃপ্তি আছে কি?
মোঃ সোহরাব হোসেন লিটন : একজন প্রবাসী হিসেবে দেশকে নিয়ে আমার কোনো কষ্ট নেই। কষ্ট হয় তখনই যখন নিজের দেশের মাঝে প্রবাসীদের সম্মান নেই। বিএমইটিণ্ডএর প্রশিক্ষণ তিন মাস দেয়ার কথা থাকলেও আসলেই কি তিন মাস কোনো বিদেশগামী প্রবাসী শ্রমিককে সেই প্রশিক্ষণ দেয়া হয় কি না সরকারিভাবে তদারকি করা উচিত। বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় আইসিটি, ইলেক্ট্রনিক, ইঞ্জিনিয়ারিং, নার্সিংসহ বিষয়ভিত্তিক কাজের দিক থেকে বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছি, তাই শ্রমবাজারে আমাদের বেতনণ্ডমজুরি সেভাবে পাই না। দক্ষ শ্রমিক পাঠাতে পারলেই শ্রমবাজারে আমাদের মূল্যায়ন হবে।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
মোঃ সোহরাব হোসেন লিটন : দক্ষ শ্রমিক হয়ে বিদেশ যেতে হবে। তাহলে দেশের উন্নয়নে রেমিট্যান্সযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা রাখা যাবে।