প্রকাশ : ১৮ জুন ২০২১, ১১:৪২
অনিরাপদ পথ খাবার ও জাঙ্কফুড পরিহারে সচেতনতা সভা
‘জাঙ্কফুড, পথ খাবার, খোলা খাবার না খেলে অনেক রোগ থেকে মুক্তি মিলে’ এ স্লোগানে ১৭ জুন বৃহস্পতিবার দিনব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এ উপলক্ষে লাইফস্টাইল, হেল্থ অ্যাডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্যশিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সকাল দশটায় ‘অ্যাডভোকেসি সভা’ চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া।
সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর সভাপ্রধানে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, পৌর স্বাস্থ্য কমিটির সভাপতি ও নারী কাউন্সিলর আয়েশা রহমান, কাউন্সিলর ফেরদৌসী আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মোঃ ইউসুফ।
জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। সভায় জাঙ্কফুড, পথ খাবার, খোলা খাবার না খাওয়ার জন্যে আহ্বান এবং এর ক্ষতিকারক দিক তুলে ধরেন বক্তারা। পরে সচেতনতামূলক বিভিন্ন উপকরণ জেলার বিভিন্ন এলাকায় বিতরণ এবং স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে খাবারের ভূমিকা নিয়ে প্রচার চালানো হয়।