প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ২০:০২
চাঁদপুরে প্রবাসীদের ভোগান্তি কমাতে উপজেলা ও ইউনিয়ন অফিসে টিকার নিবন্ধন
চাঁদপুরে করোনার টিকার নিবন্ধনের জন্য প্রবাসীদের ভোগান্তি কমছে না। এ পরিস্থিতিতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান প্রবাসীরা। গত দুইদিন কয়েকশ' প্রবাসী সেখানে উপস্থিত হলেও নিবন্ধন করতে পেরেছেন ১৯৯ জন। এর মধ্য শনিবার ১১৫ ও আজ রোববার দুপুর পর্যন্ত ৮৪ জনের টিকার নিবন্ধন হয়েছে। এ তথ্য জানান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম।
|আরো খবর
তিনি বলেন, নেট সমস্যার কারণে নিবন্ধনের অগ্রগতি কম। তাই চলমান লকডাউনের মধ্য প্রবাসীদের ভিড় কমাতে কাজ ভাগ করে দেন জেলা প্রশাসক। এখন থেকে যারা বিদেশ যাবেন, তাদের টিকার জন্য নিজস্ব উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডিজিটাল সেন্টারে গেলেই টিকার নিবন্ধন করতে পারবেন।
তিনি বলেন, নতুন যারা বিদেশে যাবেন, কেবল সৌদি আরব এবং কুয়েতের শ্রমিকদের জন্য জেলা অফিসে রেজিস্ট্রেশন ও ফিংগারপ্রিন্ট করা হবে।
এদিকে,জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীদের টিকার নিবন্ধনের বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় পরিদর্শন করে টিকার নিবন্ধনের জন্য আগত প্রবাসীদের সাথে সমস্যা সমাধানে কথা বলেন এবং তাদেরকে উপজেলা ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে যাবার জন্য পরামর্শ দেন। এক্ষেত্রে কোন উপজেলা অফিসে এবং ইউনিয়ন পরিষদে নিবন্ধনের কাজটি করাতে গিয়ে কেউ যাতে ফিরে না আসেন এবং ভোগান্তির শিকার না হন সেটিও নিশ্চিত করা হচ্ছে বলে জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা গেছে, বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ টিকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রবাসীরা নিজেদের পাসপোর্ট, ভিসা ও টিকিট প্রদর্শনের মাধ্যমে নিবন্ধনের পর সুরক্ষা ডটকম ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করলে করোনার টিকা পাবেন। এছাড়া প্রবাসীরা নিজেই ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটির এ রেজিস্ট্রেশন করতে পারবেন।