বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন ও অ্যাডহক কমিটি বিলুপ্তির সময়সীমা স্থগিত করলেন হাইকোর্ট

বিশেষ প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন ও অ্যাডহক কমিটি বিলুপ্তির সময়সীমা স্থগিত করলেন হাইকোর্ট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটি গঠন ও সব অ্যাডহক কমিটি বিলুপ্তির সময়সীমা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিগুলো আপাতত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের পরিপত্র স্থগিত করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছিল, চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে এবং ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বিলুপ্ত করতে হবে। হাইকোর্টের আদেশে এই সময়সীমা স্থগিত হয়েছে। রিট আবেদনে চ্যালেঞ্জ করা হয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত সংশোধিত ১৩(১) বিধি এবং যোগ্যতাসংক্রান্ত সংশোধিত ৬৪(৩) বিধির বৈধতা। এখন সভাপতি কেবল সরকারি/আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিচের নন-এমন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত পঞ্চম গ্রেডের কর্মকর্তাই হতে পারবেন, যা বৈষম্যমূলক।

রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম ও মো. মুজাহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। আদালতের এই স্থগিতাদেশের ফলে দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ২০ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির কার্যক্রম বহাল থাকবে।

রিটকারী পক্ষের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনয়নে এই সংশোধনী শিক্ষক সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের পরিপন্থী। অন্যদিকে, মন্ত্রণালয় বলেছে—এটি প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা আনতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে প্রণীত হয়েছে। এখন আদালতের রুলের আলোকে রাষ্ট্রপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হবে। ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়