প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৩
ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নেয় শিক্ষার্থীরা
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার চির্কাচাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, চির্কাচাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. সামছুদ্দিন এবং ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
|আরো খবর
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ আসবেই, আবার তা সফলতার সাথে মোকাবেলাও করতে হবে।” তবে এজন্য অবশ্যই পূর্ব প্রস্তুতি থাকা জরুরি। প্রস্তুতিবিহীন অবস্থায় দুর্যোগ মোকাবেলা কঠিন হতে পারে। তিনি আরও বলেন, “আমরা আগের চেয়ে অনেক বেশি দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছি। ফলে এখন ক্ষয়ক্ষতি অনেক কম হচ্ছে।” তাঁর মতে, সাধারণ মানুষকে বিশেষভাবে অগ্নি নির্বাপণ বিষয়ে সচেতন হতে হবে, কারণ ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অনেক ক্ষতি হয়ে যায়, যদি প্রাথমিকভাবে আগুন নেভানোর কৌশল জানা না থাকে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সামনে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। তারা দেখান কিভাবে জরুরি মুহূর্তে শান্ত থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

ডিসিকে/এমজেডএইচ