রবিবার, ০৪ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:৪৫

ইলিশ না মিললেও নদীর সব ধরনের মাছই পাচ্ছে জেলেরা

মো. মিজানুর রহমান
ইলিশ না মিললেও নদীর সব ধরনের মাছই পাচ্ছে জেলেরা

চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে উঠে আসছে ইলিশের বদলে নদীর বড়ো বড়ো পাঙ্গাশ, আইড়, কাতল, কোরালসহ নানা ধরনের মাছ। আর তা নিয়েই ক্রয়-বিক্রয় ও আড়তদারি চলছে বড়স্টেশন মাছঘাটসহ নদী তীরবর্তী ছোট-বড়ো সকল মাছের আড়ত।

পদ্মা-মেঘনায় জাটকা সংরক্ষণে দু মাসে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে ১মে ২০২৫ (বৃহস্পতিবার) থেকে পুরোদমে মাছ ধরছেন জেলেরা। পয়লা মে থেকে গত তিনদিন মৎস্য আড়ত ও হাট-বাজার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, নদীতে ইলিশ তেমন একটা ধরা না পড়লেও পোয়া, শিলং ও পাঙ্গাশের পোনা মাছ ধরা পড়ছে বেশি। সেই সাথে জাটকার দেখাও মিলছে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, এখন ইলিশের মৌসুম নয়, তার ওপর সাগরে চলছে নিষেধাজ্ঞা। বৃষ্টি বাদলও কম। হয়ত সময়ের সঙ্গে সঙ্গে জুন-জুলাইতে ঘাটে বেশি পরিমাণ ইলিশ আসতে পারে। আমাদের ঘাটের প্রায় ১ হাজার লোক প্রত্যাশিত ইলিশের আশায় রয়েছে। ঘাটে ইলিশ উঠবে সে প্রত্যাশায় তাকিয়ে আছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ইলিশ পরিভ্রমণশীল মাছ। সাগর থেকে নদীতে আসে, আবার সাগরে চলে যায়। আশা করি জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবে। শুধু ইলিশই নয়, নদীর সব ধরনের মাছই পাচ্ছে জেলেরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়