প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫১
চাঁদপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ
|আরো খবর
স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৬,৩৬৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষাগুলো জেলা জুড়ে মোট ৭৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা ভিত্তিক কেন্দ্র ও শিক্ষার্থী সংখ্যা:
এসএসসি: ৪৬টি কেন্দ্র, মোট পরীক্ষার্থী ২৭,৮২৬ জন
দাখিল: ১৯টি কেন্দ্র, মোট পরীক্ষার্থী ৫,৫৪৫ জন
এসএসসি (ভোকেশনাল): ১২টি কেন্দ্র, মোট পরীক্ষার্থী ১,৯৯৮ জন
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ:
চাঁদপুর সদর: ১১টি এসএসসি কেন্দ্র, মোট শিক্ষার্থী প্রায় ৭,৬৭৭ জন।
হাজীগঞ্জ: হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬,৬০০ জন।
ফরিদগঞ্জ, কচুয়া, মতলব উত্তর ও দক্ষিণ, শাহরাস্তি, হাইমচর: এসব উপজেলায় গড়ে ২,০০০–৫,০০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে, যেখানে প্রতিটি কেন্দ্র ২০০ থেকে ৪০০ শিক্ষার্থী পরিচালনায় নিয়োজিত।
ভোকেশনাল শিক্ষার অগ্রগতি: ভোকেশনাল পর্যায়ে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ মডেল ইনস্টিটিউশন, মতলব টেকনিক্যাল স্কুলসহ ১২টি কেন্দ্রে ১,৯৯৮ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এতে দেখা যায়, কর্মমুখী শিক্ষার ক্ষেত্রেও চাঁদপুরে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।
দাখিল পরীক্ষায় অংশগ্রহণ: ইসলামি শিক্ষাক্রমের আওতায় ৫,৫৪৫ জন পরীক্ষার্থী ১৯টি মাদ্রাসাভিত্তিক কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে, যা পূর্বের তুলনায় স্থিতিশীল প্রবণতা বজায় রেখেছে।
জেলা শিক্ষা অফিসারের বক্তব্য: জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, "সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি দল দায়িত্ব পালন করবে।"
বিশেষ দিক: চাঁদপুর জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতেও যথেষ্ট সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যা জেলার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রবণতা এবং আগামীর জন্য উৎসাহব্যঞ্জক বার্তা বহন করে।
উল্লেখযোগ্য: সর্বমোট পরীক্ষার্থী ৩৩,৬৯৫ জন যা বিগত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে।
ডিসিকে/এমজেডএইচ