সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:৩০

হিউম্যানিটিস অর্গানাইজেশনের সামাজিক বনায়ন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
হিউম্যানিটিস অর্গানাইজেশনের সামাজিক বনায়ন উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক বনায়নে গাছের চারা রোপণ করা হচ্ছে।

মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে ফলদ এবং ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সামাজিক বনায়ন উদ্বোধন করা হয়। গত ১২ অক্টোবর বিকেল ৩টায় সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহ ও হিউম্যানিটিস অর্গানাইজেশনের নেতৃবৃন্দ সুপারি, অর্জুন, জলপাই, নিম, কৃষ্ণচুড়াসহ বিভিন্ন গাছের চারা রোপণ করেন। সামাজিক বনায়নে গাছের চারা রোপণের সময় উপস্থিত ছিলেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক মু. নেয়ামত উল্লাহ সরকার, সংগঠনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. অনিক প্রধান, মো. লিমন প্রধান, সদস্য মো. নাইম হোসেন। হিউম্যানিটিস অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহ বলেন, হিউম্যানিটিস অর্গানাইজেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই টেকসই সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি আজ ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠের (ভজার মাঠে) উত্তর পাশে ফলদ এবং ঔষধি গাছের চারা রোপণ করে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করে। এ ধরনের কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, অব্যাহত থাকুক সুস্থ ধারার সমাজসেবা , জয় হোক তারুণ্যের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়