সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১০

সারাদেশে তিনদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ৮৮০

স্টাফ রিপোর্টার
সারাদেশে তিনদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ৮৮০

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮০ জন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুমের তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৫ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৩৩ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ২৫৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১২০ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ১১ হাজার ২৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে নয় হাজার ৯২৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে জানিয়ে কন্ট্রোল রুম জানাচ্ছে, তাদের মধ্যে গত জুলাইতে মারা গেছেন ১২ জন, আগস্টে মারা গেছেন ৩৩ জন আর চলতি মাসে এখন পর্যন্ত মারা গেছেন চারজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়