শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ২০:৩৪

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষে ফের নদীতে জেলেরা

মিজানুর রহমান
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষে ফের নদীতে জেলেরা

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও নদ-নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। গেলো মধ্যরাত থেকে ফের ইলিশ ধরতে নেমে পড়েছে জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই চাঁদপুরের জেলেরা বসে নেই। মাছ ধরতে নদী চষে বেড়াচ্ছে। এমনটি জানান চাঁদপুরের মৎস্যজীবী নেতা শাহআলম মল্লিক। তিনি বলেন, কাক্সিক্ষত পরিমাণে মাছ ধরতে পারলে নিষেধাজ্ঞাকালীন ক্ষতি পুষিয়ে যাবে জেলেদের।

চাঁদপুরে পদ্মা-মেঘনার জেলে পল্লীতে দম ফেলার ফুরসত নেই কারও। ইলিশ পাবার আশায় জেলেরা নদীতে বিচরণ করছেন। অন্যদিকে, নিষেধাজ্ঞা শেষ হতে যাওয়ায় স্বস্তি ফিরেছে মৎস্য শ্রমিকদের মধ্যেও।

হরিণা মৎস্যঘাটের গুল্টি জালের জেলে বশির মিয়া বলেন, পোলাপান লইয়া খুব কষ্টে দিন কাটাইছি। এবার সিজন ভালো যায় নাই। নিষেধাজ্ঞা শেষ অইছে, এহন আবার নদীতে যাচ্ছি। আল্লায় যদি কিছু মাছ দেয়। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাট আবার সরগরম জেলে ও ইলিশ ব্যাপারীদের পদচারণায়।

এদিকে, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, ২২দিন পর আবারো জেলেরা সাগর নদীতে মাছ শিকারে যাবে। আশা করি তারা কাক্সিক্ষত মাছ শিকার করতে পারবে এবং তাদের সচ্ছলতা ফিরবে। তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে চাঁদপুরের প্রায় ৫০ হাজার জেলেকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান এবার ভালো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়