শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৯:৩৩

রোঃ জাহেদ হোসাইন চৌধুরী ২০২৪-২৫ রোটারী বর্ষের ডিআরআর নির্বাচিত

উজ্জ্বল হোসাইন
রোঃ জাহেদ হোসাইন চৌধুরী ২০২৪-২৫ রোটারী বর্ষের ডিআরআর নির্বাচিত

বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন-৩২৮২, বাংলাদেশের ডিআরআর নির্বাচিন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রোঃ জাহেদ হোসাইন (২০২৪-২৫) রোটারী বর্ষের ডিআরআর নির্বাচিত হয়েছেন।

গত ৩ জুন কুমিল্লার ফান টাউন হলে ১০ম রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স ইমাজিনেশনের দ্বিতীয় দিনে ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রোটার‌্যাক্ট ক্লাব অফ চিটাগাং সাউথের সাবেক সভাপতি রোঃ জাহেদ হোসাইন চৌধুরী ১৬৮ ভোটের মধ্যে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাংয়ের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত পেয়েছেন ৭৬ ভোট। কনফারেন্সের সমাপনী পর্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রোটাঃ লুৎফর বারী চৌধুরী ও অন্যান্য কমিশনারগণ এবং জেলা গভর্নরের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।

ফল ঘোষণা করার পর নবনির্বাচিত ডিআরআর ২০২৪-২৫ জাহেদুল ইসলাম চৌধুরী তাঁর সময়ে তিনি পরাজিত প্রার্থীসহ সকল রোটারেক্টদেরকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়