শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ১৪:২৫

শপথ নিলেন চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ

ইউনিয়ন পরিষদ এখন সব উন্নয়নের কেন্দ্রবিন্দু : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

মিজানুর রহমান
ইউনিয়ন পরিষদ এখন সব উন্নয়নের কেন্দ্রবিন্দু : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা পরিষদে মিলনায়তনে সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) সদস্যদের পৃথক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ইউএনও সানজিদা শাহনাজ। শপথ নেয়ার পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, আমরা যারা জনপ্রতিনিধি তাদের উদ্দেশ্য ও লক্ষ্য একটাই। আর সেটি হলো দেশ ও মানুষের সেবা করা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া।

মন্ত্রী বলেন, সব ইউনিয়ন মিলে আমাদের এই দেশ। ইউনিয়ন পরিষদ এখন সব উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আপনাদের কাজ দেশকে এগিয়ে নেয়া। সেই দায়িত্বটুকু সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সহমর্মিতার সাথে পালন করবেন। আর এই দায়িত্ব পালনে ইউপি সদস্যদের, বিশেষ করে যারা নারী সদস্য রয়েছেন তাদের সমন্বয় করে ইউনিয়নের উন্নয়ন কাজকে এগিয়ে নেবেন।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের সবসময় কিছুটা চাপের মধ্যে থাকতে হয়। তার মানে এই নয় যে আমরা চাপ নেয়াকে অপছন্দ করি। দায়িত্ব পালনের চাপ নিতে হবে বলেই আমরা বারবার জনপ্রতিনিধি হই।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আজকে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। তিনি ৪০ বছর নিরলসভাবে দেশের জন্যে পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করবো। আমাদের এলাকাকে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ইভটিজিং, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করবো। আমাদের এলাকাকে আমরা একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলবো। এখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের বেশিরভাগ বাংলাদেশ আওয়ামী লীগের। তাই আমি সকলকে অনুরোধ করবো ব্যক্তিগত চাওয়া পাওয়াকে দূরে রেখে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করবো। নেত্রীর জন্য আমাদের জীবন দিতে হবে না, নেত্রী যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা বাস্তবায়ন করতে হবে।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, শপথের কথাগুলো শপথের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। শপথের প্রতিটি বাক্য আপনাদের প্রতিপালন করতে হবে।

তিনি আরও বলেন, নারী সদস্যদের সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত করতে হবে। কারণ তারাও পুরুষের মতো জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। আপনার এলাকা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো এবং আমাদের এলাকায় উন্নয়ন হবে। আপনারা আমাকে যে কোনো প্রয়োজনে বলবেন। আমি আপনাদের সহযোগিতা করতে বদ্ধপরিকর।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের অনুষ্ঠান উপস্থাপনায় নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

এদিন শপথ গ্রহণ করেন ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান বিষ্ণুপুরের নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউনিয়নের বিল্লাল মাস্টার, শাহমাহমুদপুর ইউনিয়নের মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউনিয়নের নূরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউনিয়নের আল-মামুন পাটওয়ারী, তরপুরচণ্ডী ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নের বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়নের রফিক উল্লাহ মাস্টার ও চান্দ্রা ইউনিয়নের খান জাহান আলী কালু পাটওয়ারী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মেহেদী হাসান। গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী বিমল চন্দ্র দে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২ জন এবং বাকি ৭টিতে নৌকা প্রতীক প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়