প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ২০:৫০
দেশের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে স্থানীয় সরকার : প্রধান প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আঞ্চলিক ও মাঠ পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের লক্ষে অংশীজনের অংশগ্রহনে জুম এ্যাপসের মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ২৭ ডিসেম্বর সকাল ১০টায় আয়োজিত এই সভায় একযোগে দেশের সকল জেলা ও মহানগর কার্যালয় সংযুক্ত ছিল। সভায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিট) শেখ মোহাম্মদ মহসিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের মন্ত্রণালয়সহ সবাই কাজ করছি। আমাদের কাজগুলোতে সকলের অংশগ্রহন নিশ্চিত করতে চাই। সে জন্য আমরা দেশব্যাপী সংযুক্ত হয়েছি এবং আপনাদের সাথে কথা বলছি। কাজের গুনগত মান রক্ষায় আমরা প্রান্তিক পর্যায়ে সংযুক্ত হচ্ছি। আমরা যে কাজগুলো করছি সেগুলো ফোকাস সঠিকভাবে হচ্ছে না। আমাদের সকল কাজের তথ্য সবাইকে জানতে হবে, জানলেই সবকাজ ভাল হবে। কাজ শুরুর আগে জানাব কি কাজ হচ্ছে। সাধারণ মানুষ জানার জন্যই আমরা কাজ করছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, খারাপ কাজের সংবাদের সাথে ভাল কাজের সংবাদগুলোও প্রকাশ করবেন। তাহলে আমরা উৎসাহিত হব। আপনাদের সংবাদের তথ্যগুলো সঠিক হলে আমরা তা গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করব। তথ্য সরবরাহ সঠিকভাবে না হলে নেগেটিভ নিউজ হয়। আমি সাংবাদিকদের কাছে ঋৃনি। কারণ তারা আমাদেরকে তৃতীয় নয়ন দিয়ে ভুলগুলো দেখিয়ে দেন।