প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:১৫
কমলগঞ্জে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় দায়ের করা একটি মামলায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেপ্তারকৃত নুরু মিয়ার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।








