সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৫:০৯

বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

ফারুক হোসেন নয়ন
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহীন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২ টায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কৃষক সালেহীন (৩৮) দুপুরে জমিতে সেচ দেওয়ার জন্যে পানির পাম্প চালু করতে যান। এ সময় পাম্পের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, রামনাথপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়