সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৪:১৫

শেষকৃত্যের কাজশেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পুরোহিত

প্রবীর চক্রবর্তী
শেষকৃত্যের কাজশেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পুরোহিত

মৃতদেহের শেষকৃত্যের পৌরোহিত্যের কাজশেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন শুভ চক্রবর্তী নামে এক পুরোহিত। ঘটনাটি ঘটে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জের নারকেলতলা এলাকায় রোববার (২৬ অক্টোবর ২০২৫) দিনগত রাতে। ছিনতাইকারীরা এ সময় ওই পুরোহিত ও তার সঙ্গীর মুঠোফোন, নগদ অর্থ এবং মোটরসাইকেলটি নিয়ে যায়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুরোহিত শুভ চক্রবর্তী জানান, ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের জনৈক বিজয় কৃষ্ণের বাড়ির একজন মৃত ব্যক্তির শেষকৃত্যের পৌরোহিত্যের কাজ করার জন্যে হাজীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রোববার (২৬ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে সেখানে যান। মৃতদেহের শেষকৃত্যের পৌরোহিত্য শেষে রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে তিনি ও তার সঙ্গী প্রদীপ দাস চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের নারকেলতলা এলাকায় পৌঁছলে ৪জন মুখোশধারী দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করে মুঠোফোন, নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায়। এ সময় তিনি মারধরেরও শিকার হন।

এ ব্যাপারে সোমবার (২৭ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়