প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:১৭
দু বছরের সাজাপ্রাপ্তসহ ১৮ মামলার আসামি মাদক ব্যবসায়ী রাকিব গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে আলোচিত আসামি মাদক ব্যবসায়ী রাকিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৩টি মাদক, পুলিশকে মারধর, ডাকাতি ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। একটি মাদক মামলায় দু বছরের সাজাপ্রাপ্ত রাকিব।
|আরো খবর
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ভোর ৪টার দিকে রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ডের জিনের মসজিদ এলাকার মৌলভী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে আটক করা হয়েছে তাকে।
স্থানীয় সূত্র জানায়, যৌথ বাহিনী একাধিকবার অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি। রাকিব মাদক কারবারসহ নানা অন্যায় কাজে জড়িত।
রায়পুর থানার এএসআই সজীব বলেন, রাকিবের বিরুদ্ধে মাদক ব্যবসা ও পুলিশকে মারধরসহ মোট ১৮টি মামলা রয়েছে। যার মধ্যে ১৩টি মামলাই হলো মাদকের।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, রাকিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
ডিসিকে /এমজেডএইচ