প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৮
গুয়াখোলায় দুর্ধর্ষ চুরি
প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের বাসিন্দা শামীম চোকদারের বাসায় দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে।
|আরো খবর
জানা যায়, মাহবুবুর রহমান শাহীন চোকদারের বাসার পাশে ব্যবসায়ী শামীম চোকদারের একতলা বাসার জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে চোরের দল। তারা স্টিলের আলমিরাসহ সকল কিছু তছনছ করে ফেলে। চোরের হাত থেকে বাথরুমের মালামালও রক্ষা পাইনি। পুরো বাসার মূল্যবান আসবাবপত্র খুব কৌশল করে বাসা থেকে নিয়ে যায় তারা। বাসার বিভিন্ন লাইনের তারও কেটে ফেলে চোরের দল।
বাসার বাসিন্দারা জানান, প্রায় ১০ লাখ টাকার মালামাল চোরের দল নিয়ে গেছে। এমন দুর্ধর্ষ চুরির ঘটনার বিষয়ে বাসিন্দারা আরো জানান, ব্যক্তিগত কাজে ঢাকায় বাসার লোকজন অবস্থান করছিলেন। এই সুযোগটি কাজে লাগিয়ে বাসার নিচতলার পুরো একটি জানালার পুরো গ্রিল কেটে চোর এ চুরির ঘটনা ঘটায়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরের দিকে বাসায় এসে এই অবস্থা দেখে তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার নির্দেশে মডেল থানার এসআই কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে করে।
বাসার মালিক শামীম চোকদার জানান, ঘটনার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হবে।
এ বিষয়ে ওসি বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসার মালিক আইনগত ব্যবস্থা নিলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি।