প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩
সহকর্মীকে ধর্ষণের অভিযোগে বহুজাতিক কোম্পানির সুপারভাইজার আটক

ব্র্যান্ড প্রমোটর হিসেবে কাজ করা এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ফাহাদ হোসেন (২৫) নামে বহুজাতিক কোম্পানির এক সুপারভাইজারকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে ভুক্তভোগী ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন (নং-০১/২১৬, তারিখ-০১/০৯/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশো/০৩) এর ৯(১)। এরপর পুলিশ ধর্ষককে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর আদালতে প্রেরণ করেছে। আটককৃত ফাহাদ হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউয়িনের তাহের হোসেনের সন্তান।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে প্রকাশ, ওই নারী বহুজাতিক কোম্পানির ব্র্যান্ড প্রমোটর হিসেবে যোগ দেয়ার পর একই কোম্পানীর সুপারভাইজার ফাহাদের সাথে পরিচয় হয়। পরিচয় সূত্রে এক সময়ে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। কক্সবাজারসহ বিভিন্নস্থানে ঘোরাফেরার এক পর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করতো। একাধিকবার এই ধরনের ঘটনার পর তাকে বিয়ের জন্যে চাপ দিলেও ফাহাদ টালবাহানা করে। সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা কোম্পানীর এলাকায় ব্র্যান্ড প্রোমোটিং-এর কাজ শুরু হলে কোম্পানির লোকজন একটি ফ্ল্যাটে বসবাস শুরু করে। এরই মধ্যে ফাহাদ তাকে পুনরায় ধর্ষণ করে। সর্বশেষ রোববার (৩১ আগস্ট ২০২৫) বিয়ের বিষয় নিয়ে পৌর এলাকার আদর্শ একাডেমি এলাকায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া বিবাদ শুরু হলে আশপাশের লোকজন ফাহাদকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।