বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৮

৯৯৯-এ ফোন করে রক্ষা পেলেন গৃহকর্মী!

পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা, তদন্তে পিবিআই

বিশেষ সংবাদদাতা : মো. জাকির হোসেন
৯৯৯-এ ফোন করে রক্ষা পেলেন গৃহকর্মী!
ছবি : সংগৃহীত
আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

মামলা গ্রহণ করলেন ম্যাজিস্ট্রেট, তদন্ত করবে পিবিআই

আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার (২৪)। মামলায় পরীমনির পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে সৌরভ (২৮) নামে পরীমনির সঙ্গী এক যুবককেও।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিবরণ

এজাহারে বলা হয়, নেত্রকোণা সদর উপজেলার ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে পিংকি আক্তার ২০২৪ সালের মার্চ মাসে ‘কাদের এজেন্সি’ নামক একটি হাউজ হেলপার সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীমনির বাসায় চাকরি নেন। তাকে বলা হয়েছিল, শুধুমাত্র একটি শিশুকে দেখাশোনা করতে হবে। কিন্তু বাস্তবে তাকে দুটি শিশুর দায়িত্ব নিতে হয় এবং দিনরাত রান্নাবান্নাসহ বাড়ির নানা কাজ করতে হয়।

পিংকির দাবি, তিনি সবকিছু ধৈর্য ধরে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু চলতি বছরের ২ এপ্রিল দুপুর ১টার দিকে, অভিনেত্রী পরীমনি মেকআপ রুম থেকে মাদক সেবন করে শিশুর ঘরে এসে অকারণে গালিগালাজ শুরু করেন।

পিংকি জানতে চাইলে, পরীমনি ক্ষিপ্ত হয়ে বলেন— ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।’ জবাবে পিংকি জানান, তিনি শিশুর রুটিন অনুযায়ী দুধ খাওয়াচ্ছিলেন। এতে পরীমনি ক্ষিপ্ত হয়ে চড়, থাপ্পড় ও আঘাত করে তার মাথা, মুখ ও চোখে আঘাত করেন। এক পর্যায়ে পিংকি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি ভয় পেয়ে যান এবং নিজেকে রক্ষা করতে হাসপাতাল নেয়ার জন্য পরীমনিকে অনুরোধ করেন।

কিন্তু পরীমনি ও তার সঙ্গী সৌরভ তাকে সাহায্য তো করেনইনি, বরং সৌরভ পরীমনিকে আরও উত্তেজিত করে পিংকিকে নির্যাতন চালিয়ে যেতে উৎসাহ দেন। এমনকি বাসা থেকে বাইরে যেতে না দেওয়ার জন্য বাধাও প্রদান করেন।

৯৯৯-এ কল করে রক্ষা

পরিস্থিতি বেগতিক দেখে পিংকি শেষ পর্যন্ত ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশের সহায়তায় তিনি পরীমনির বাসা থেকে বেরিয়ে এসে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরে ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় ১৭ এপ্রিল আদালতের শরণাপন্ন হন।

আদালতের নির্দেশনা ও পরবর্তী পদক্ষেপ

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়ে ৮ মে’র মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

পরীমনির প্রতিক্রিয়া পাওয়া যায়নি

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরীমনি বা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশের গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পিংকির পরিবারের বক্তব্য

ভুক্তভোগী পিংকির পরিবার জানিয়েছে, দারিদ্র্যের কারণে পিংকি কাজ করতে বাধ্য হয়েছেন। কিন্তু ঢাকায় এসে এমন চিত্রনায়িকার বাসায় এই ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সামাজিক প্রতিক্রিয়া ও মানবাধিকার সংস্থার উদ্বেগ

মানবাধিকার সংস্থা ও নারী অধিকার কর্মীরা বলছেন, একজন জনপ্রিয় শিল্পীর বিরুদ্ধে এমন অভিযোগ সংগীত ও সংস্কৃতি অঙ্গনে নেতিবাচক বার্তা দিচ্ছে। তারা মামলার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

“আমি শুধু বাচ্চার রুটিনমাফিক দুধ দিয়েছিলাম, এতেই আমাকে মেরে ফেলা হলো” — পিংকি আক্তার

শেষ কথা:
গৃহকর্মী নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে অপরাধী যত বড় তারকা হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আদালত ও পিবিআই-এর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হবে—এমনটিই প্রত্যাশা জনমানুষের।

শেয়ার করুন:
Facebook | Twitter | WhatsApp | LinkedIn

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়