মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

‘তেলের কান্না’ থামাবে কে?

ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেট-শাসন: অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই পরিকল্পিত কারসাজি?

অনুসন্ধানী প্রতিবেদক: মো. জাকির হোসেন
‘তেলের কান্না’ থামাবে কে?
ছবি : সংগৃহীত
এক্সক্লুসিভ প্রতিবেদন

দাম বাড়ে তেলের, মুনাফা বাড়ে সিন্ডিকেটের—দুর্ভোগ বাড়ে জনগণের

“বিশ্ববাজারে দাম কমলেও আমাদের বাজারে বেড়ে যাচ্ছে—এটা কেবল বাজার ব্যবস্থার ব্যর্থতা নয়, বরং ক্ষমতার ছত্রছায়ায় পরিচালিত এক চক্রান্ত।”
– ড. রাশেদ আল-মামুন, অর্থনীতিবিদ

অর্থনৈতিক বিপর্যয়ের আগুনে ঘি ঢালছে তেলের সিন্ডিকেট

২০২৫ সালের শুরু থেকে দেশের ভোজ্যতেল বাজারে যেভাবে অস্থিরতা বেড়েছে, তা শুধু একটি পণ্য সংকট নয়—বরং এটি একটি সুপরিকল্পিত ‘সিন্ডিকেট অপারেশন’।...

বিশ্ববাজারে কম, দেশীয় বাজারে উল্টো—এ কেমন অর্থনীতি?

  • ২০২২ সালে প্রতি টন সয়াবিন তেলের গড় মূল্য ছিল ১৬৬৭ ডলার
  • ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১০২২ ডলার
  • ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সেই দাম থাকে ১০৪০ ডলারে স্থিতিশীল।

বাংলাদেশে:

  • বোতলজাত তেল এখন ১৮৯ টাকা হলেও, অধিকাংশ বাজারে তা বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকায়।
  • খোলা তেলের সরকারি দাম ১৬৯ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকায়।

ক্যাব বলছে: “৪টি কোম্পানি মিলেই বাজার চালায়”

ক্যাব-এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, “মুল হোতা হচ্ছে ৪-৫টি বড় কোম্পানি...”

রমজানের পিক মৌসুমে ‘সাপ্লাই ড্রাইভ’ বন্ধ: উদ্দেশ্য কী?

  • রমজানের আগে সরবরাহ কমানো হয়
  • ১ ও ২ লিটারের বোতল গায়েব করে ফেলা হয়
  • ডিলারদের সীমিত কোটায় সরবরাহ

সরকারের সহনশীলতা, সিন্ডিকেটের সাহস

সরকার আমদানিতে শুল্ক-ভ্যাট কমালেও বাজারে সেই সুফল যায়নি। বরং সিন্ডিকেট তা ব্যবহার করেছে অতিরিক্ত লাভের জন্য।

বিশেষ অনুসন্ধান: কোন কোম্পানিগুলো সিন্ডিকেটে জড়িত?

ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সূত্রে জানা যায়, 'এস', 'র', 'এফ', 'পি' কোম্পানিগুলো এই সিন্ডিকেটের অংশ।...

তথ্য ফাঁস: ৩২% মুনাফা বেড়েছে, তাও ‘লোকসান’ দাবি?

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৪ সালে বড় ৫টি কোম্পানির মুনাফা বেড়েছে ৩২%।...

সার্ভে রিপোর্ট: ৮৬% মানুষ মনে করে তেলের দাম রাজনৈতিকভাবে বাড়ানো হয়েছে

  • ৮৬% বলেন দাম বাড়ানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে
  • ৭২% মনে করেন সিন্ডিকেট ভাঙার চেষ্টাই যথেষ্ট নয়
  • ৫৪% বিশ্বাস করেন সরকার আপস করছে

রাজনীতির ছায়ায় বাজার: 'বাজার দেখছে ব্যবসায়ী নয়, রাজনীতিক'

বাণিজ্য বিশ্লেষক আহসান হাবিব বলেন, “বাজার কেবল ব্যবসায়ীদের হাতে নেই, এখন এটি রাজনৈতিক অস্ত্র।”

সরকার কি তাহলে গুটিকয় ব্যবসায়ীর হাতে জিম্মি?

সরকারি গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, ক্ষমতার দুর্বলতাকে কাজে লাগিয়ে সিন্ডিকেট অস্থিরতা তৈরি করছে।...

জনগণের প্রশ্ন: আমরা যাব কোথায়?

“যখন এক লিটার তেল কিনতে ২০০ টাকা লাগে, তখন মনে হয় এই দেশে গরিব মানুষ থাকার অধিকার নেই।”

একজন প্রবাস ফেরত যুবক বলেন, “যেখানে ডলারে দাম কমছে, সেখানে আমাদের তেলের দাম বাড়ে। এটা রাজনীতি ছাড়া আর কিছু না।”

সমাধানের পথ কী? বিশ্লেষকদের ৫ দফা প্রস্তাবনা

  1. সিন্ডিকেট চিহ্নিত করে নাম প্রকাশ ও লাইসেন্স বাতিল।
  2. প্রতিটি কোম্পানির ডেটা উন্মুক্ত করা।
  3. ভোক্তা অধিকার টাস্কফোর্স গঠন।
  4. বিশেষ আদালতের মাধ্যমে বিচার।
  5. ‘স্টেট ব্র্যান্ডেড’ তেল বাজারে ছাড়া।

অন্তর্বর্তী সরকারের সামনে এখন নির্ণায়ক সময়

ভোজ্যতেলের অস্থিরতা সরকার যদি এখনই নিয়ন্ত্রণে না আনে, তবে জনঅসন্তোষ রাজনৈতিক মোড় নিতে পারে। সময় এসেছে কঠোর পদক্ষেপ নেওয়ার।

তথ্যসূত্র:
বিশ্বব্যাংক: "Commodities Price Data", মার্চ ২০২৫
বাংলাদেশ ব্যাংক: মুনাফা বিশ্লেষণ প্রতিবেদন, ২০২৪
ক্যাব: ভোক্তা সুরক্ষা প্রতিবেদন, এপ্রিল ২০২৫
পিপলস ইনসাইট জরিপ ফলাফল, এপ্রিল ২০২৫
প্রথম আলো, যুগান্তর: ভোজ্যতেল বাজার প্রতিবেদন
ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়