প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০
হাজীগঞ্জের সড়কে ছিনতাই : আমেরিকা প্রবাসীর অর্ধ কোটি টাকার মালামাল লুট

সুদূর আমেরিকা থেকে জন্মভূমিতে ফিরে বাড়ি পৌঁছার আগেই পথিমধ্যে সর্বস্ব খুইয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন মো. জাহাঙ্গীর আলম মিলন (৪৫) নামে এক ব্যক্তি। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) ভোরে হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন হাজীগঞ্জ-কচুয়া- গৌরিপুর সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ছিনতাইকারীরা প্রবাসীর সাথে থাকা মাইক্রোবাসটিকে ভাংচুর করে। এতে করে ডলার ও স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকা সমমূল্যের মালামাল ছিনতাই হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানিয়েছেন। হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
|আরো খবর
ক্ষতিগ্রস্ত লিটন মিয়া লক্ষ্মীপুর জেলার রামগতি (কমলনগর) উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন পর গত মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি ২০২৫ ) রাতে আমেরিকা থেকে ঢাকা পৌঁছেন। তিনি একটি গাড়িতে এবং প্রবাস থেকে আনা টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল ও পরিবারের সদস্যরা ছিলেন অন্য একটি গাড়িতে। এ দুটি গাড়ি বুধবার সকালে হাজীগঞ্জ এলাকা অতিক্রমকালে উল্লেখিত স্থানে ছিনতাইয়ের শিকার হয়।
মুঠোফোনে লিটন মিয়া জানান, তারা হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে আসা মাত্র পিকআপ যোগে আসা ছিনতাইকারীরা কালো হাইস গাড়িটির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হাইস গাড়িটি ভাংচুর করে যাত্রীদের সাথে থাকা টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক চাঁদপুর কণ্ঠকে বলেন, খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। আমরা প্রাথমিক তদন্ত করছি। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বিকেলে থানায় আসবেন বলে জানিয়েছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।