বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি রায়পুরের বাবু আটক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি রায়পুরের বাবু আটক

চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ফরিদগঞ্জে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ মোহাম্মদ বাবু (৪০) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) দিনগত রাতে জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডারবাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বাবুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাবু পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাসিন্দা এবং একজন চিহ্নিত মাদক কারবারি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, অভিযান কালে আসামীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ হাজার ৫০টাকা নগদ, ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থাগ্রহণের জন্যে উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেপ্তারকৃত আসামীকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়