শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২

সিরাজগঞ্জে চুল কাটতে বলায় বৃদ্ধ হত্যা: নতুন মোড়

মো: জাকির হোসেন
সিরাজগঞ্জে চুল কাটতে বলায় বৃদ্ধ হত্যা: নতুন মোড়
নিহত মানুদাকান্ত লাহিড়ী। ছবি :সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ কারণে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় নতুন মোড় দেখা দিয়েছে। দীর্ঘ ১১ মাস অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) মৃত্যু হয়েছে মানুদাকান্ত লাহিড়ী (৬২) নামে ওই বৃদ্ধের।

ঘটনাটি কী:

গত ১৬ জানুয়ারি একদল তরুণের সঙ্গে হাসি-তামাশা করার সময় মানুদাকান্ত তাদের বড় চুল কাটতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে একই গ্রামের মশিউর রহমান ও তার দুই ছেলে আবির রহমান ও নিবির রহমান মানুদাকান্তকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।

মৃত্যু এবং মামলা:

পিটুনির পর থেকে মানুদাকান্ত অজ্ঞান অবস্থায় ছিলেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে শুক্রবার সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান।

এ ঘটনায় মানুদাকান্তের স্ত্রী শান্তনা লাহিড়ী বাদী হয়ে মশিউর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামিরা প্রথমে জামিন পেলেও পরে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়। বর্তমানে তারা জামিনে মুক্ত আছেন।

পুলিশের তদন্ত:

শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী জানিয়েছেন, মামলার সঙ্গে ৩০২ ধারা (হত্যা) যোগ করে আদালতে আবেদন করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে।

এই ঘটনার গুরুত্ব:

* সামাজিক সমস্যা: এই ঘটনা সামাজিক সম্পর্কের অবনতি এবং সামান্য কারণে হিংসার প্রবণতার দিকে ইঙ্গিত করে।

* বিচার ব্যবস্থা: এই ঘটনা বিচার ব্যবস্থার দক্ষতা ও দ্রুত বিচার প্রদানের গুরুত্বকে উদাহরণ স্বরূপ তুলে ধরে।

* মানবাধিকার: এই ঘটনা মানবাধিকার লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়