মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ২০:৫০

চাঁদপুরে বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা : গ্রেফতার ২

চাঁদপুরে বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে  বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা : গ্রেফতার ২
গোলাম মোস্তফা

চাঁদপুরে বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৫০ জন বিএনপির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেকের নামে পৃথক ঘটনায় ২টি মামলা দায়ের করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

এ সকল মামলায় দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

সোমবার সকালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহজাহান বাদী হয়ে এই ২টি মামলা দায়ের করেন। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের ইমাম উদ্দিন ঢালীর ছেলে শাহরিয়ার তানিম ঢালী (২৮) ও বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকার শাখা পাটওয়ারীর ছেলে রাসেল পাটওয়ারী (২৫)।

মামলার বিবরনে জানা যায়,২৯ অক্টোবর সকাল সন্দ্ব্যা হরতাল চলাকালীন সময়ে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌ রাস্তায় চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে যানবাহান ও মানুষ চলাচলে বিঘ্নতা সৃষ্টি,ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অপরাধে ৩২ জন নামীয়,অজ্ঞাত অনেককে আসামী করে

বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা দায়ের করে মডেল থানা পুলিশ।

অপরদিকে শহরতলীর বাবুরহাট এলাকায় জনমনে ভীতি সঞ্চার করতে ইট-পাটকেল নিক্ষেপ ও ঘোষের হাট এলাকায় আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি,ককটেল বিস্ফোরন করার অপরাধে বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১৮ জনকে নামীয় এবং অজ্ঞাত অনেককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এসআই শাহজাহান জানান, সারাদেশের ন্যায় চাঁদপুরে হরতালে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করে। নাশকতার চেষ্টাকালে হাতেনাতে তানিম ও রাসেলকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানায়,বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে২টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়