সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৮:৪৬

মতলব আমিরাবাদ বাজারে কোস্টগার্ডের অভিযান : ৩৫ লক্ষ মিটার কারেন্টজাল ও ৪৫০ পিচ চাই জব্দ

এম রহমান
মতলব আমিরাবাদ বাজারে কোস্টগার্ডের অভিযান : ৩৫ লক্ষ মিটার কারেন্টজাল ও ৪৫০ পিচ চাই জব্দ

মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাট বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাই জব্দ করেছে চাঁদপুর কোস্ট গার্ড। ৪ আগস্ট বুধবার দুপুরে বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি করে এসব অবৈধ জাল ও চায়না চাঁই জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে ৩টি দোকান এবং ২টি গোডাউন থেকে আনুমানিক ৩৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাই জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ এসব কারেন্ট জালের মূল্য প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা এবং চায়না চাঁইয়ের মূল্য ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা।

এ বিষয়ে কোস্টগার্ডের চাঁদপুরের স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেন জানান, আমাদের অভিযান শেষে জব্দকৃত জাল ও চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়