শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৬:৪০

কোস্ট গার্ডের অভিযানে জেলি পুশকৃত চিংড়ি এবং চিংড়ি রেনু পোনা জব্দ

কোস্ট গার্ডের অভিযানে জেলি পুশকৃত চিংড়ি এবং চিংড়ি রেনু পোনা জব্দ
মিজানুর রহমান

চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ হাজার ২০ কেজি জেলি পুশকৃত চিংড়ি এবং প্রায় ২ লক্ষ ৭৫ হাজার পিস চিংড়ি রেনু পোনা জব্দ করেছে চাঁদপুর কোস্ট গার্ড। রবিবার (০৫ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৫ জুন ২০২২ তারিখ রাত আনুমানিক রাত দেড়টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকায় মংলা হতে আগত দুটি পরিবহন বাস তল্লাশি করে ১ হাজার ২০ কেজি জেলি যুক্ত চিংড়ি এবং প্রায় ২ লক্ষ ৭৫ হাজার পিস চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ লক্ষ ২০ হাজার টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত জেলি যুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয় এবং চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়