প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ১৮:৫৩
ফরিদগঞ্জে গৃহবধূ চোরের চুরি দেখলেন স্বচক্ষে
জীবনের নিরাপত্তায় কিছুই বললেন না
ফরিদগঞ্জে একটি বাড়িতে চোখের সামনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জীবনের নিরাপত্তায় চোরের চুরি দেখে ঘুমের ভান করে থাকলেন ওই ঘরের গৃহবধূ। চোরের দল এ সময় নগদ টাকাসহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার অভিযোগ করেন ওই গৃহবধূ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা।
|আরো খবর
জানা যায়, উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম হাঁসা গ্রামের ঝলম পাটওয়ারী বাড়িতে ১০ এপ্রিল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধু সেলিনা বেগম জানান, আমার দু’মেয়ে ও শ্বাশুড়িসহ বাসায় ঘুমিয়ে ছিলাম। বড় মেয়ে আমার সাথে ঘুমানো ছিলো, ছোট মেয়ে আমার শ্বাশুড়ির সাথে আরেক রুমে ঘুমিয়েছে। রাত ১টার দিকে দরজা খোলার শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়। পরবর্তিতে আমি চোখ মেলে তাকিয়ে দেখি মুখে মুখোশ পরা ৫-৬ জনের একটি দল আমার স্টিলের আলমিরার লক ভাঙ্গতেছে। এ সময় জীবনের নিরাপত্তা চিন্তা করে ঘুমের ভান করে আমি মেয়েকে নিয়ে শুয়ে ছিলাম। চোরের দল প্রায় আধাঘন্টা নাগাদ তাদের কার্যক্রম পরিচালনা করে নগদ প্রায় ১০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তাদের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। জানের নিরাপত্তার ভয়ে ডাক-চিৎকার করার সাহস পাইনি। মুখোশ থাকার কারণে তাদের কাউকে চিনতে পারেনি বলে গৃহবধূ জানান।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান। এছাড়া
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল মোহাম্মদ সোহেল মাহমুদ।