প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯
দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ
|আরো খবর
এবারের তালিকায় বাংলাদেশের পাশাপাশি স্থান পেয়েছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। তবে বিতর্ক ও আলোচনা শেষে বাংলাদেশকেই শীর্ষে রাখা হয়েছে। সিরিয়া রানারআপ নির্বাচিত হয়েছে।
বাংলাদেশের সাফল্যের কারণপ্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগস্ট ২০২৪-এ ছাত্রদের নেতৃত্বে ব্যাপক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দীর্ঘদিনের দমন-পীড়ন, নির্বাচনী কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠানো এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিরুদ্ধে এই আন্দোলন গতি পায়।
বর্তমানে শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অস্থায়ী সরকার দেশ পরিচালনা করছে। ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের সমর্থনে সরকারটি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এবং অর্থনীতি স্থিতিশীল করেছে।সিরিয়া ও অন্যান্য দেশের অবস্থান
রানারআপ সিরিয়া বাশার আল-আসাদের পতনের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এছাড়া আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড তাদের অর্থনৈতিক সংস্কার ও নতুন সরকারের কারণে তালিকায় স্থান পেয়েছে।
পূর্বের বিজয়ী২০২৩ সালে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছিল গ্রীস। দেশটি আর্থিক সংকট থেকে বের হয়ে মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করেছিল।
বাংলাদেশের এই স্বীকৃতি বিশ্বজুড়ে ইতিবাচক বার্তা পাঠিয়েছে এবং এটি দেশটির ভবিষ্যতের উন্নয়নে আশার আলো জাগাচ্ছে।