বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭

যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশ তালিকায় ভারত: অভিবাসন ইস্যুতে কূটনৈতিক চ্যালেঞ্জ

মো: জাকির হোসেন
যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশ তালিকায় ভারত: অভিবাসন ইস্যুতে কূটনৈতিক চ্যালেঞ্জ
ছবি : সংগৃহীত

ভারতকে ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এই তালিকায় থাকা দেশগুলোকে মার্কিন কর্তৃপক্ষ মনে করে, তারা প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা প্রদানে ব্যর্থ। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা।

আইসিই জানিয়েছে, এই দেশগুলো সময়মতো ভ্রমণ নথি ইস্যু করা, সাক্ষাৎকার গ্রহণ এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে পর্যাপ্ত সহযোগিতা দিচ্ছে না। এতে করে মার্কিন অভিবাসন পরিকল্পনা কার্যকর করতে সমস্যা দেখা দিচ্ছে।

১৪ লাখ অভিবাসী বিতাড়নের পরিকল্পনা

যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়নের পরিকল্পনা করেছে আইসিই। এদের মধ্যে ১৮ হাজার ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক হয়েছে প্রায় ৯০ হাজার ভারতীয়, যাদের বেশিরভাগ পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা।

বৈধতার দীর্ঘসূত্রতা

বেশ কিছু ভারতীয় অভিবাসী তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। বৈধতার আবেদনে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে, যুক্তরাষ্ট্রে ভারতীয় অবৈধ অভিবাসীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম। শীর্ষে রয়েছে হন্ডুরাস (২ লাখ ৬১ হাজার), গুয়াতেমালা (২ লাখ ৫৩ হাজার), এবং চীন (৩৭ হাজার ৯০৮)। ভারত এই তালিকায় ১৩তম স্থানে।

কঠোর অভিবাসন নীতির পথে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। আগামী মাসে প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করছেন। এর ফলে ভারতীয় অভিবাসীদেরও ব্যাপকভাবে ফেরত পাঠানো হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কেও নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের অসহযোগিতার অভিযোগ এবং কঠোর অভিবাসন নীতি এ দুইয়ের প্রভাব ভবিষ্যতে উভয় দেশের পারস্পরিক স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়