মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ২১:৪৭

পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো রাশিয়া

অনলাইন ডেস্ক

পেট্রোল রপ্তানির ওপর আরোপ করা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। দেশটির সরকার জানিয়েছে, এখন থেকে উৎপাদনকারীরা পেট্রোল রপ্তানি করতে পারবে। তবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অন্যান্য রপ্তানিকারকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চলতি বছরের শেষের দিকে রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশ ও মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল। কারণ এসব দেশের সঙ্গে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার চুক্তি রয়েছে।

রুশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা, তেল পরিশোধনের অর্থনীতিকে সমর্থন ও মোটর গ্যাসোলিনের গ্রে এক্সপোর্ট বন্ধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০২৩ সালে রাশিয়া ৪৩ দশমিক ৯ মিলিয়ন মেট্রিক টন পেট্রোল উৎপাদন করে। এর মধ্যে রপ্তানি করে ৫ দশমিক ৭৬ মিলিয়ন মেট্রিক টন, যা মোট উৎপাদনের ১৩ শতাংশ।

রাশিয়ান পেট্রোলের বৃহত্তম আমদানিকারক মূলত আফ্রিকার দেশগুলো। যার মধ্যে অন্যতম হলো নাইজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া। সংযুক্ত আরব আমিরাতও রাশিয়া থেকে পেট্রোল আমদানি করে থাকে। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়