রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০

আটক ৪৪ জন কারাগারে

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
আটক ৪৪ জন কারাগারে

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ১০টি ড্রেজারসহ আটক ৪৪ জনকে আদালতে পাঠিয়েছে নৌ পুলিশ। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

৭ জুলাই রোববার বিকেল ৫টার দিকে চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে এসব আসামীকে হাজির করা হলে তিনি এই নির্দেশ দেন।

জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ ওমর ফারুক সন্ধ্যায় এসব তথ্য জানান। তিনি বলেন, আসামীদের পক্ষে কোনো আইনজীবী ছিলোনা। বিচারক এটিকে সিআর মামলা হিসেবে গ্রহণ করেন।

এর আগে দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি থেকে আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।

চাঁদপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদ উল্লাহ জানান, এসব আসামীর বিরুদ্ধে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে তিনি তাদেরকে কোনো সাজা না দিয়ে সিদ্ধান্তের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।

গত ৬ জুলাই শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌ-পুলিশ ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুইটি স্পিডবোট জব্দ এবং ৪৪ জনকে আটক করে। এ সময় আটককৃতদের সাথে থাকা বালু বিক্রির ১৫ লাখ ৪১ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়