মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ১০:৫০

মোদির মন্ত্রিসভায় নতুন ৩৬ মুখ

অনলাইন ডেস্ক
মোদির মন্ত্রিসভায় নতুন ৩৬ মুখ

করোনাভাইরাস মহামারি মোকাবিলা এবং অর্থনৈতিক বিপর্যয়ের সমালোচনা সামাল দিতে মন্ত্রিসভায় বদ ধরনের রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নিচ্ছেন ৪৩ জন মন্ত্রী। এর মধ্যে নতুন মুখ রয়েছে ৩৬ জন। আর বাকিরা পদোন্নতি পাচ্ছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হয়েছে তারুণ্যকে। নতুন মোদির মন্ত্রিসসভার সদস্য এখন ৭৭। এদের প্রায় অর্ধেকই নতুন। মোট ১৫ জন পূর্ণমন্ত্রীর দের মধ্যে ৮ জনের পদোন্নতি হয়েছে। ৭ জন প্রথমবার মন্ত্রী হলেন। পশ্চিমবাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ৪ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যারা জায়গা পাচ্ছেন, তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তারা হলেন-

১. নারায়ণ রানে

২. সর্বানন্দ সোনোয়াল

৩. বীরেন্দ্র কুমার

৪. জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া

৫. রামচন্দ্র প্রসাদ সিং

৬. অশ্বিনী বৈষ্ণব

৭. পশুপতি পরশ

৮. কিরেন রিজিজু

৯. রাজ কুমার সিং

১০. হরদীপ সিং পুরি

১১. মনসুখ মান্দাভিয়া

১২. ভূপেন্দ্র যাদব

১৩. পুরুষোত্তম রুপালা

১৪. কিশান রেড্ডি

১৫. অনুরাগ সিং ঠাকুর

১৬. পঙ্কজ চৌধুরী

১৭. অনুপ্রিয়া সিং প্যাটেল

১৮. সত্য পাল সিং বাঘেল

১৯. রাজীব চন্দ্রশেখর

২০. শোভা করনদলাজে

২১. ভানু প্রতাপ সিং ভার্মা

২২. দর্শনা বিক্রম জর্দোশ

২৩. মীনাক্ষী লেখি

২৪. অন্নপূর্ণা দেবী

২৫. এ নারায়ণস্বামী

২৬. কৌশল কিশোর

২৭. অজয় ভাট

২৮. বি এল ভার্মা

২৯. অজয় কুমার

৩০. চৌহান দেবসিং

৩১. ভাগওয়ানথ খুবা

৩২. কপিল মোরেশ্বর পাতিল

৩৩. প্রতীমা ভৌমিক

৩৪. ডিআর সুভাষ সরকার

৩৫. ভাগবত কিশানরাও করাদ

৩৬. রাজকুমার রঞ্জন সিং

৩৭. ভারতী প্রবীণ পাওয়ার

৩৮. বিশ্বেশ্বর টুডু

৩৯. শান্তনু ঠাকুর

৪০. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই

৪১. জন বারলা

৪২ এল মুরুগান

৪৩. নিশিত প্রামাণিক

২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল আনা হলো। নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন ভারতের ১২ মন্ত্রী। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদেকার। এছাড়া মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধি বাবুল সুপ্রিয়ও সরে দাঁড়ান।

মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার। আর এর জেরে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করায় সেখানে নতুন মন্ত্রী আসার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়