মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ২২:৩০

যুক্তরাজ্যে দাপুটে হয়ে উঠতে পারে ওমিক্রন : বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে দাপুটে হয়ে উঠতে পারে ওমিক্রন : বিশেষজ্ঞ

যুক্তরাজ্যের এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে দাপুটে ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে ওমিক্রন। সোমবার (৬ ডিসেম্বর) সকালে প্রফেসর পল হান্টার জানান, রতুন এই ভ্যারিয়েন্টটি শিগগিরই সংক্রমণে ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যেতে পারে। ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার এই অ্যাকাডেমিক বিবিসির ব্রেকফাস্ট অনুষ্ঠানে বলেন, ‘যুক্তরাজ্যে এটি কিভাবে ছড়াবে তা এখনও নির্দিষ্ট নয়। তবে আমার মনে হয় প্রাথমিক ইঙ্গিতে দেখা যাচ্ছে এটা সম্ভবত খুব দ্রুত ছড়াবে এবং ডেল্টাকে ছাড়িয়ে যাবে। সম্ভবত কয়েক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে এটাই দাপুটে হয়ে উঠবে।

পল হান্টারের ধারণা যুক্তরাজ্যে ইতোমধ্যে হাজার হাজার মানুষ এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে। তবে এখন পর্যন্ত দেশটিতে ২৪৬ জনের এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ওমিক্রন মোকাবিলায় ব্রিটিশ সরকার ইতোমধ্যে ভ্রমণের নিয়ম কঠোর করেছে। ইংল্যান্ডের ভ্রমণ নিষিদ্ধ তালিকায় সোমবার যুক্ত হয়েছে নাইজেরিয়া। এছাড়া মঙ্গলবার থেকে দেশটিতে প্রবেশ করতে চাওয়া সব ভ্রমণকারীকেই করোনা পরীক্ষা করাতে হবে।

তবে প্রফেসর পল হান্টার মনে করেন ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকাতে খুব ভূমিকা রাখতে যাচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তিনি বলেন, ‘আমরা যা কিছুই করি তার একটা উপকারিতা থাকে। কিন্তু আমি মনে করি, এই সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে কাজ হবে খুব সামান্যই। দেশে একবার ওমিক্রন ছড়াতে শুরু করলে সীমান্ত কড়াকড়ি আসলে কোনও ফল বয়ে আনবে না।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়