প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ১২:৩৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক সহিংসতাকে কেন্দ্র করে হেলথ ইমার্জেন্সি ঘোষণা
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা রোধে প্রথম রাজ্য হিসেবে ডিজাস্টার ইমার্জেন্সি অর্ডার ঘোষণা করল নিউইয়র্ক। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো নির্বাহী আদেশে স্বাক্ষর করে বলেছেন, নিউইয়র্কে ৪ জুলাইয়ের ছুটিতে ৫১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। সূত্র, বিবিসি।
এই বন্দুক সহিংসতা প্রতিরোধের এই কর্মসূচিতে ১৩৮.৭ মিলিয়ন ডলার ব্যয় হবে। যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সহিংসতা বেড়ে যাওয়ার পর এই পদক্ষেপ সামনে এলো। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে রবিবার এই তিনদিনে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মোট ১৫০ জন মারা গেছেন।
এফবিআই ২০২০ সালের প্রাথমিক যে পরিসংখ্যান তুলে ধরে, তাতে দেখা যায় পূর্বের বছরের তুলনায় দেশটিতে বন্দুক সম্পর্কিত ২৫ শতাংশ খুন বেড়েছে। ২০২১ সালেও দেশটিতে খুনের ঘটনার গ্রাফ উর্ধ্বমুখী।
গত জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মানুষ হত্যার সংখ্যা কমিয়ে আনতে হোয়াইট হাউজ স্ট্রাটেজি বা একটি কৌঁশল ঘোষণা করেন। যাতে আগ্নেয়াস্ত্র চোরাচালান হ্রাসের কথা উল্লেখ আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তহবিল বাড়ানোর কথাও বলা হয়েছে এই স্ট্রাটেজিতে। এছাড়া গভর্নর কুওমোর স্বাক্ষর করা ঘোষণায় বন্দুক সহিংসতাকে পাবলিক হেল ক্রাইসিস বা জনস্বাস্থ্য সংকট বলে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক গভর্নর বলেছেন, ‘আপনি যদি সাম্প্রতিক সংখ্যার দিকে তাকান তাহলে দেখবেন বর্তমানে করোনাভাইরাসের চেয়ে এখন বন্দুক সহিংসতায় বেশি মানুষ মারা যাচ্ছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণের মতো জাতিকে আরেকবার নেতৃত্ব দিতে যাচ্ছে নিউইয়র্ক।’
এ ইমার্জেন্সি ডিক্লারেশন অনুযায়ী বন্দুক সহিংসতা প্রতিরোধের জন্য একটি অফিস তৈরি করা হবে। যার তদারকির দায়িত্বে থাকবে নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ।