প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:১০
হাজীগঞ্জ মুক্ত দিবস
৮ ডিসেম্বর শুক্রবার হাজীগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় হাজীগঞ্জ। একই দিন চাঁদপুরও হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে মুক্তিযোদ্ধা সংসদ।
মুক্তিযুদ্ধকালীন ৭ ডিসেম্বর লাকসাম ও মুদাফ্ফরগঞ্জ মুক্ত হওয়ার পর চাঁদপুরে যৌথ বাহিনী প্রবেশ করে। ৬ ডিসেম্বর হাজীগঞ্জের উপর দিয়ে চাঁদপুর আসতে থাকলে মুক্তিসেনারা হানাদার বাহিনীর প্রতিরোধের মুখে পড়েন। এ সময় ভারতের মাউন্টেন ব্রিগেড ও ইস্টার্ন সেক্টরের মুক্তিযোদ্ধারা যৌথ আক্রমণ চালায়। যৌথ বাহিনীর প্রায় ৩৬ ঘণ্টা তীব্র লড়াইয়ের পর পাকিস্তানি হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে। পরে হানাদার বাহিনীর ৩৯ অস্থায়ী ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল আঃ রহিম খান তার সেনাদের নিয়ে চাঁদপুর থেকে পালিয়ে যান। যার ফলে ৮ ডিসেম্বর হাজীগঞ্জ ও চাঁদপুর হানাদার মুক্ত হয়।
হাজীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে হাজীগঞ্জ সরকারি পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ তাহের।