প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
শুক্রবার চাঁদপুরে ২ জনের করোনা শনাক্ত
সংক্রমণের হার ২.২৭ শতাংশ
৫ নভেম্বর শুক্রবার চাঁদপুরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ছিলো ২.২৭ শতাংশ। নতুন শনাক্ত হওয়া দুইজনের বাড়ি হলো- চাঁদপুর সদর উপজেলায় একজন ও অপরজন হাজীগঞ্জ উপজেলার। নতুন শনাক্ত হওয়া ২ জনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫ হাজার ১৩ জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪৬৭৪ জন, চিকিৎসাধীন আছেন ১শ’ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।