প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনা : শনিবার শনাক্ত ৪০
আক্রান্তের হার ৩৭ ভাগ
চাঁদপুরে একদিনে নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার দিন শেষে নতুন এই শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। চল্লিশ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায়ই ২৩ জন।
|আরো খবর
এদিকে নতুন আক্রান্ত চল্লিশ জনসহ এ পর্যন্ত মোট আক্রান্ত হলো ৫৬০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৭৭ জন, মারা গেছেন ১২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬০৪ জন। তথ্য থেকে জানা যায়, মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায়ই প্রায় অর্ধেক সংখ্যক। সদরে আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ২৬৪৭ জন।
গতকাল রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, এদিন চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ হিসেবে শতকরা হারে আক্রান্ত হচ্ছে ৩৭.০৩।
নতুন শনাক্ত হওয়া ৪০ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ২৩, হাজীগঞ্জে ৯, কচুয়ায় ৩, মতলব উত্তরে ২, ফরিদগঞ্জে ২ ও মতলব দক্ষিণে ১ জন।