বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০

কোভিড-১৯ মোকাবেলায় চট্টগ্রাম বিভাগে

চাঁদপুরের সিভিল সার্জন ও সদর ইউএইচএফপিওসহ চারজনের বিশেষ সম্মাননা লাভ

গোলাম মোস্তফা ॥
চাঁদপুরের সিভিল সার্জন ও সদর ইউএইচএফপিওসহ চারজনের বিশেষ সম্মাননা লাভ

কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য বিভাগে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। পরিচালক (প্রশাসন) স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়। চাঁদপুর থেকে এ পুরস্কার পান সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল ও মতলব উত্তরের ইউএইচএফপিও ডাঃ নুসরাত জাহান মিথেন।

গত ২৮ জুন দুপুরে চট্টগ্রামে অবস্থিত বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের কোভিড-১৯ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পরিচালক (প্রশাসন) ডাঃ হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ মোহাম্মদ হাসান ইমাম।

অনুষ্ঠানে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল ও মতলব উত্তরের ইউএইচএফপিও ডাঃ নুসরাত জাহান মিথেনকে কোভিড-১৯ বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়