রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে স্থানান্তর

মো: জাকির হোসেন
বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে স্থানান্তর
বগুড়ায় ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে।। ছবি: সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত কলেজছাত্র নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় সিএমএইচে নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) থেকে তাকে স্থানান্তর করা হয়।

বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল জুয়েল পারভেজ জানান, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুনের নির্দেশে আহত নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আহত নুরুল্লাহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা সাইফুর রহমানের ছেলে এবং বগুড়ার জামিলনগর এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তিনি কাহালু সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নুরুল্লাহর ভাই নিয়ামুল হাসান মন্ডল জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে নুরুল্লাহ মাথায় গুলিবিদ্ধ হন। তৎক্ষণাৎ শজিমেক হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। তবে নিরাপত্তা শঙ্কার কারণে পরবর্তীতে তাকে বেসরকারি একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, নুরুল্লাহ সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি তার মাথায় আবারও ব্যথা শুরু হয়। সোমবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর সেনাবাহিনীর সহযোগিতায় তাকে ঢাকায় সিএমএইচে পাঠানো হয়।

উল্লেখ্য, নুরুল্লাহর চিকিৎসার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন তার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গ: বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হন। নুরুল্লাহ তাদের মধ্যে সবচেয়ে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়