প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১২:১৪
ইউনিয়ন পর্যায়ে কোথায়, কিভাবে করোনার টীকা নিবেন
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠির জন্য করোনার টিকা প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে। ৭ আগষ্ট থেকে শুরু ১২ আগষ্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম। টীকা গ্রহণের নিয়ম, স্থানসহ নানান বিয়ষ নিয়ে স্থানীয়দের মাঝে আগ্রহের কমতি নেই। শুধুমাত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে টীকা কেন্দ্রে গেলেই চলবে। চাঁদপুর কন্ঠে পাঠকদের জন্য জনস্বার্থে বিষয়গুলো তুলে ধরা হলো।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি ইউনিয়নের পুরানো ৩ টি ওয়ার্ডের মধ্যে ১ টি ওয়ার্ডে ৩ দিন টিকাদান কার্যক্রম চলমান থাকবে। নির্ধারিত স্থানসমূহে প্রতিদিন ৩ টি বুথের মাধ্যমে সর্বোচ্চ ৬০০ জনকে টিকা দেয়া হবে। এ কার্যক্রম চলবে ৭ আগষ্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত। ১৮ বছরের উর্ধ্বে যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারা দিতে পারবে এ টিকা। ইউনিয়ন সমূহের মধ্যে কোন স্থানে আর কোন ওয়ার্ডে কোন তারিখে টীকা প্রদান করা হবে স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলে স্ব-স্ব ইউপি চেয়ারম্যান নির্ধারন করবেন। এই সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীকে জানিয়ে দেবেন ইউপি চেয়ারম্যানগন।
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে টীকা নিবেন, গর্ভবতী ও স্তনদানকারী মা,ভ্যাকসিন গ্রহণের সময় জ্বরে আক্রান্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, ভ্যাকসিনজনিত এ্যালার্জির ইতিহাস আছে এমন ব্যক্তি, ১ম ডোজ গ্রহনের পর মারাত্বক পাশ্বর্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে এমন ব্যক্তি, গত ১ মাসে করোনা আক্রান্ত ছিলেন এমন ব্যক্তি, অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ষ্ট্রোক, যক্ষা, এ্যাজমা, শ্বাসকষ্ট/কিডনি রোগ, ডায়লাইসিস করছেন এমন লোকেরা টীকা গ্রহনের আগে রেজিস্চর্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ বিষয়গুলো হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র থেকে প্রাপ্ত।
ইউনিয়ন পর্যায়ে টীকা গ্রহনকালে পূর্বের মতো অনলাইনে আবেদন করতে হবে কিনা কিংবা টিকা কার্ড করতে হবে এমন বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শোয়েব আহমেদ চিশতী জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের সাথে সমন্ময় করে শুধু মাত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে টীকা কেন্দ্রে গেলেই টীকা দিয়ে দেয়া হবে।