প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ১৩:১৭
মুন্সীগঞ্জ শ্রীনগরে চক্ষু সংক্রমণ রোগ বৃদ্ধি
মুন্সীগঞ্জ শ্রীনগরে চক্ষু সংক্রমণ রোগ বৃদ্ধি পেয়েছে। এতে রোগীদের চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ জ্বালাপোড়া, চোখের কোণে পিচুটি জমা দেখা দিলে রোগীরা নিজ উদ্যোগে বিভিন্ন ফার্মেসীগুলোতে চোখের ড্রপ এবং কালো চশমা ব্যবহার করছেন।
এর প্রতিকার কি এ ব্যাপারে জানতে চাইলে ডাঃ আরিফ এ প্রতিনিধিকে জানান, মানবদেহের একটি স্পর্শ কাতর অঙ্গ হচ্ছে চোখ। চোখেরোগ দেখা দিলে কোন অবস্থাতেই হেলাফেলা করাউচিত নয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক রোগ নির্ণয় এর মাধ্যমে ঔষধ ব্যবহার করতে হবে। একটু ভুলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে যা পরবর্তীতে সে সমস্যার সমাধান সম্ভব নয়।