রবিবার, ১০ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দেবর-ভাবীর পরকীয়ায় বলি হলো দেবর
  •   হেরেম শরীফে নামাজ শেষে দুর্ঘটনায় আহত কামরুজ্জামান মারা গেছেন
  •   শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই।। মুচলেকা দিয়ে ছাড়
  •   হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
  •   প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৯:২৮

করোনায় সারাদেশ মৃত্যু আবারো ২২৮ : শনাক্ত ১১,২৯১

অনলাইন ডেস্ক
করোনায় সারাদেশ মৃত্যু আবারো ২২৮ : শনাক্ত ১১,২৯১

করোনায় মৃত্যুর মিছিলে শামিল হলো আরো ২২৮টি প্রাণ। গত এক সপ্তাহ ধরে মৃত্যু দুই শ'র নিচে নামলেও আজ সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২শ' ২৮ জনে।

মারা যাওয়া ২২৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন, খুলনা বিভাগের ৫০ জন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, রাজশাহী বিভাগের ২১ জন, বরিশাল বিভাগের ছয়জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৫ জন রয়েছে। নতুন ২২৮ জন সহ সারাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জন। মোট মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ২৯১ জনের শরীরে। ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয় ৩০.০৪ শতাংশ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৬২ শতাংশ।

আজ ২৫ জুলাই রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সুখবর হলো, উল্লেখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা নয় লাখ ৯৮ হাজার ৯২৩। এ পর্যন্ত মোট সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়